ময়মনসিংহ উৎসবমূখর পরিবেশে মহাঅষ্টমী পুজা অনুষ্ঠিত হয়েছে। সকালে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গা পুজিত হন ভক্তদের কাছে। নগরীর প্রতিটি মন্ডপে শঙ্খ, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা ও ঢাকের তালে মেতে উঠেছেন ভক্তরা। এদিকে মহাঅষ্টমীতে নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। এবার দেবী দূর্গার কুমারী রূপে নয় বছরের আরাধ্যা দেব শ্রেয়াকে সাজিয়ে অঞ্জলি প্রদানের মাধ্যমে কুমারি পূঁজার সমাপ্ত হয়। এতে জেলার বিভিন্নস্থান থেকে ভক্ত ও পূঁজারিরা অংশগ্রহন করেন। এছাড়াও শহরের দূর্গাবাড়ি মন্দিরসহ প্রতিটি মন্দিরে উৎসবমুখর পরিবেশে চলে মহাঅষ্টমীর পুজার্চনা।