টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ দুই যুগ পর অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন।
অভিযানে প্রায় ৫৪টি অ-বৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। ফলে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। পথচারী ও শিক্ষার্থীরাও পড়তেন বিপাকে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদসরা।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন,
"আইনের বাইরে গিয়ে কেউ রাস্তার জায়গা দখল করে ব্যবসা বা স্থাপনা গড়ে তুলতে পারবে না। জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয়রা দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি প্রকাশ করেন এবং প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।