শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) শেরপুর জেলা শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ। এসময় তিনি পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন। পূজার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলার আহ্বায়ক জিতেন চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।