বেগমগঞ্জে ঘরের দরজা ভেঙ্গে দুর্র্ধষ চুরি

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৫ পিএম
বেগমগঞ্জে ঘরের  দরজা ভেঙ্গে দুর্র্ধষ চুরি

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরের দড়জা ভেঙ্গে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।  সোমবার গভীর রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের আহাম্মদ উল্লাহ মাস্টার বাড়িতে মিন্টু মিয়ার ঘরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মিন্টু মিয়া ঢাকায় চাকরি করেন। তার পরিবার চট্টগ্রাম বেড়াতে যায় এই সুযোগে চোরেরা বিল্ডিং এর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে 

 নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র  নিয়ে গেছে। 

তার স্ত্রী পারভিন আক্তার জানান, তাদের ঘর ভালো না থাকায় তিনি এই বিল্ডিং এ ভাড়া থাকেন।  বৃহস্পতিবার ছেলে-মেয়েকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যান। সোমবার সকালে বাড়ি থেকে তাকে ফোন করে  জানানো হয় তার গেইটের তালাও দরজা ভাঙ্গা। সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে এসে দেখেন তার ঘরের ভিতরে জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারি গুলো সব ভাঙচুর করা। মেয়ের জামাতার নগর টাকা ও  তিনভরি স্বর্ণ এবং দামি জিনিসপত্র সব লুট করে নিয়ে গেছে। 

 মিরাজ হোসেন নামে একজন জানায় এই এলাকায় মাদক সেবন ও কেনা-বেচা হয়ে থাকে। মাদক সেবীরা টাকার জন্য এ ধরনের ঘটনা ঘটায়। রাত হলেই বেড়ে যায় মাদক কারবারীদের আনাগোনা। তিনি আরো জানায়, মাদক কারবারিরা ধরা খেলেও অল্প সময়ের মধ্যে বের হয়ে আবার আগের মত মাদক  কারবার শুরু করে। এলাকাবাসীর দাবি অপরাধীদের আটক করে সঠিক শাস্তি প্রদান করা হলে এই ধরনের ঘটনা থেকে সাধারণ মানুষ  নিস্তার পাবে। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, বিষয়টি তদন্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে