পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম হাওলাদার (৫২) কে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ৩ নং দেউলবারী দোবড়া ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শহিদুল আলম হাওলাদার উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক।
নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শহীদুল আলম হাওলাদার এর বিরুদ্ধে নাজিরপুর থানায় ২০১৪ সালের ঘর পোড়া মামলা এবং বিস্ফোরক আইন মামলা রয়েছে, ওই মামলায় গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।