সাতকানিয়ায় ইউএনও'র সাঁড়াশী অভিযান

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম
সাতকানিয়ায় ইউএনও'র সাঁড়াশী অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা, অবৈধ ইটভাটা ও নকল জুতা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযানে ৫ টি ইট ভাটা ও ১ টি জুতার কারখানাকে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ইটভাটা সীলগালা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

সূত্র জানায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬ নম্বর এওচিয়া ইউনিয়নে পাহাড় কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার দায়ে বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মা ব্রিকস ও এইচএবি ব্রিকসকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে খাজা ব্রিকস সিলগালা করে দেয়া হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল জুতা তৈরীর কারণে লোটাস ফুটওয়্যার লিমিটেড নামক একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অনুমোদনবিহীনভাবে ইট উৎপাদন, পরিবেশগত ক্ষতি এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি এবং নকল পণ্য তৈরীর কারণে ৬ টি ভাটা ও ১ টি জুতার কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সাতকানিয়া উপজেলার যে কোনো অনিয়মের খবর জানিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে