বাজিতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম
বাজিতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে মানববন্ধন

কিশোগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এর বিরুদ্ধে ঘুষ-দূর্নীতি ও শ্রমিক মেহনতি মানুষের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সিনেমাহল মোড়ে এক বিশাল মানববন্ধন পালন করেছেন এলাকার প্রতিবাদী জনতা। জানা যায় গত কয়েকদিন আগে দিলালপুরে একটি ড্রেজার মেশিন ভাঙচুর ও শ্রমিকদের নির্যাতনের জন্য এলাকাবাসী মানববন্ধন পালন করেছেন। মানববন্ধনে এলাকাবাসীদের অভিযোগ বর্তমান ইউএনও একটি সিন্ডিকেটকে নিয়ে বাণিজ্য করে যাচ্ছেন বলে এলাকায় অভিযোগ উঠেছে। এ সময় মানববন্ধনকারী প্রতিবাদী জনতারা বলেন, কয়েকজন নিরীহ শ্রমিককে ইউএনও শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে তাদের অভিযোগ।

আপনার জেলার সংবাদ পড়তে