আশাশুনিতে প্রতিপক্ষের নির্মমতায় আহত ২, থানায় এজাহার দাখিল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৬ পিএম
আশাশুনিতে প্রতিপক্ষের নির্মমতায় আহত ২, থানায় এজাহার দাখিল

আশাশুনিতে নিছক ঘটনা নিয়ে প্রতিপক্ষের নির্মম হামলায় গৃহবধুসহ ২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩ জনের নামে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।

বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের মৃত সামছুদ্দীন সরদারের ছেলে সেলিম সরদার বাদী হয়ে একই গ্রামের মোকসেদ সরদারের ছেলে মিলন সরদার, মিলনের স্ত্রী নিলুফা বেগম ও আঃ সাত্তার সরদারের স্ত্রী হাসিনা খাতুনসহ অজ্ঞাতনামা ২/৩ জন জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শত্রুতা করে হয়রানী, ক্ষয় ক্ষতি, অত্যাচার ও নির্যাতন করে থাকে। তারা বাঁশের লাঠি, রড, দা ও জিআই পাইপ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর সকাল ৭:৩০ টার দিকে বাদীর বসত বাড়িতে ঢ়ুকে গালিগালাজ করতে থাকে। মৌখিকভাবে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীকে মারপিট করে নিলা ফোলা জখম করে। হত্যার চেষ্টা করে হাড়ভাঙ্গা ও থেতলানো জখম করে। বাদীর স্ত্রী আছমা খাতুন ঠেকাতে গেলে মারপিট করে জখম ও স্বর্ণের দুল ছিড়ে নেয়। আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করান হয়।


আপনার জেলার সংবাদ পড়তে