জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় ঘটেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। দেশকে গভীর ষড়যন্ত্রে ফেলে গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র করেছেন। তাদের দুর্নীতির কালো টাকা দিয়ে দেশে সন্ত্রাস চালানো হচ্ছে। আমাদের দলের লোকজন কখনো অবৈধ কাজ করতে পারে না, যদি কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করে, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।
তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "বিএনপির ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হবে। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবো এবং তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেবো।
গতকাল শুক্রবার ২৭ ডিসেম্বর বিকালে জিয়ানগর উপজেলা জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, পিরোজপুর জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব এ্যাড. খাইরুল ইসলাম শামীম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাস্তান হাফিজ, এইচ এম ফারুক হোসাইন, যুবদলের আহবায়ক আতিকুর রহমান, সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা শাহিদুল ইসলাম শহিদ, ছাত্রদল আহবায়ক আল আমিন হোসেন, সদস্য সচিব সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, বিএনপি নেতা জাকির হোসেন, আঃ হাই জমাদ্দার, মোহাম্মদ হেলাল প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা জাসাসের সভাপতি মো. রাজু হাওলাদার ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম।