খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, যুবদলের সকল নেতা কর্মীদের মানুষের কল্যানে কাজ করতে হবে। যুবদলকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আগামী দিনে সোনার বাংলা গড়ে তুলতে যুবদলের সকল নেতাকর্মীদেরকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে
খুলনা জেলা যুবদল কর্তৃক আয়োজিত উপজেলা ভিত্তিক যুব সমাবেশ সফল করার লক্ষে এক যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। কয়রা উপজেলা যুবদল এই প্রস্তুতি সভার আয়োজন করে। কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইহছানুর রহমানের সঞ্চলনায় প্রস্ততি সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, খুলনা জেলা যুব দলের যুগ্ম আহবায়ক রুবেল মীর,যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, জেলা যুবদলের সদস্য হাবিবুন নবী পীর আলী, বশির আহমেদ শাহিন, এমডি জাকারিয়া হোসেন, প্রভাষক মফিজুল ইসলাম, এস এম নাসির উদ্দীন, কয়রা উপজেলা, আকবার হোসেন, আসাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, সরদার মাসুদ, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন. আছাফুর রহমান, জুয়েল, লিটু প্রমুখ। প্রস্তুুতি সভায় কয়রা উপজেলা যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।