হাকিমপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০১:০৩ পিএম
হাকিমপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীর দিবাগত রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সি,টি) এস এম হাবিবুল হাসান। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ঃ ৩০ মিনিটের দিকে হাকিমপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে হরিজনদের অস্থায়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, আনসার সদস্য ও উপস্থিত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। 

পরে তিনি চন্ডিপুর সার্বজনীন পুজা মন্ডপ ও গোহাড়া পুজা মন্ডপ পরিদর্শন ও উপস্থিত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই, সি,টি এস, এম হাবিবুল হাসান হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা সবাই জানি। সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুন্দর ও সুষ্ঠ ভাবে উদযাপন করতে পারে সে জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও আমরা আপনাদের পাশে আছি। দশমীর দিনে সূর্য অস্তের সাথে সাথে প্রতিমা বিসর্জনের আহবান জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম সহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে