সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে শামিল হতে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক. ড. ওবায়দুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, মনিরুল হক ফরাজী, ড. কাজী মনিরুজ্জামান ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম মঙ্গলবার রাতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
নেতৃবৃন্দ এ সময় মন্ডপে আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও কমিটির সদস্যদের সাথে তাদের সুবিধা-অসুবিধা ও নিরাপত্তার বিষয়ে মতবিনিময় করেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কামিটির নেতৃবৃন্দ এ সময় তাদের সাথে ছিলেন।