মাধবপুরে ভারতীয় জিরা-ফুচকাসহ ট্রাক জব্দ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ১ অক্টোবর, ২০২৫, ০১:৪১ পিএম | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০১:৪১ পিএম
মাধবপুরে ভারতীয় জিরা-ফুচকাসহ ট্রাক জব্দ

হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। বুধবার ভোররাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জে ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পাথর ভর্তি ট্রাক আটক করে তল্লাশী করে পাথরের নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন-সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পাচারের যে চেষ্টা চলছে তা আমরা কোনোভাবেই সফল হতে দেব না। নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে