সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ, তদন্তের নির্দেশ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০২:১৭ পিএম
সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ, তদন্তের নির্দেশ

সাতক্ষীরা সদর উপজেলার ৮৭ নং ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরা সুলতানার বিরুদ্ধে অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্তের নির্দেশ দিয়েছে।

অভিভাবকবৃন্দের পক্ষ থেকে মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আবেদনে জানানো হয়, শিক্ষক তাহেরা সুলতানা ২০১৮ সালের ৩০ এপ্রিল যোগদানের পর থেকে নানা অজুহাতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। তার বিরুদ্ধে পূর্বে তদন্তও হয়েছে এবং শাস্তি স্বরূপ একটি ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। খোঁজ নিয়ে জানা যায়, তার স্বামী ও সন্তান যুক্তরাষ্ট্রে থাকায় তিনি আমেরিকায় অবস্থান করছেন। এছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় কথা বলেন বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

অভিভাবকদের দাবি, এ ধরনের আচরণের কারণে শিশুদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই তাকে অন্য বিদ্যালয়ে বদলির দাবি জানানো হয়েছে।

অভিযোগ পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিভাগীয় উপপরিচালক, খুলনা বিভাগকেও অবহিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে