সহযোগী অধ্যাপকদের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৩০ এএম
সহযোগী অধ্যাপকদের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

কতিপয় স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) এর দুই সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের বদলি করিয়েছে।

বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং বদলিকৃত দুইজন সহযোগী অধ্যাপককে পূর্বের কর্মস্থলে পুনর্বহালের দাবিতে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন শেবামেকের ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা। বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেবামেকের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান রানা বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে শেবামেকের সহযোগী অধ্যাপক ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আকবর কবির এবং সহযোগী অধ্যাপক ও প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার সাহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পরিকল্পিতভাবে তাদের বদলি করিয়েছে। এই দুই স্যারের বদলি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই বদলিকৃত দুইজন সহযোগী অধ্যাপককে পূর্ণরায় তাদের দায়িত্বে পুনর্বহালের দাবি করছি। আমাদের দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হুমায়রা আনজুম জুঁই, মুজাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, আজগর হোসাইন, মাহমুদুল হাসান মুশফিক, খন্দকার নাজমুস সালেহীন, আলিফ ইসলামসহ ৫২তম ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে