ভালুকা উপজেলার ডাকাতিয়ার দৌলা গ্রামে পরক্রিয়ার জেরে তাসলিমা আক্তার নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহতের পিতা তজিবুর রহমান জান তাসলিমাকে বেশ কিছুদিন আগে পার্শবতী গ্রামে শফিকের সাথে বিয়ে দেয়া হয়েছে। কিছু দিন হয় তাসলিমা তার স্বামীকে ফাকি দিয়ে এক বখাটের সাথে পর ক্রিয়ায় আসক্ত হয়ে পড়ে। ঘটনাটি তার স্বামী জানতে পারলে সংসারে দেখা দেয় অশান্তি। এরই জের হিসাবে তাসলিমা ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। ভালুকা মডেল থানার অফির্সাস ইনজাচ হুমায়ন কবির জানান লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখনো মামলা হয়নি