শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চাটমোহর পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় করেছেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক চাটমোহর পৌর সদরের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। পরে তিনি হরিসভা মন্দির চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।
এ সময় পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্তী,সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পাবনা জেলা প্রশাসক ও তাঁর সহধর্মিনীসহ কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।