টাকা ধার না দেয়ায় প্রবাসীর স্ত্রীসহ ৩জনকে পিটিয়ে আহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২ এএম
টাকা ধার না দেয়ায় প্রবাসীর স্ত্রীসহ ৩জনকে পিটিয়ে আহত

 টাকা ধার না দেয়ায় হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে জেলার গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার কমলাপুর গ্রামের দুবাই প্রবাসী লিটন কবিরাজের স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহ পূর্বে আমার দেবর আলামিন কবিরাজ ৫০ হাজার টাকা ধার চায়। এসময় টাকা হাতে না থাকার কথা জানিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, শুক্রবার দুপুরে পূর্ণরায় আলামিন টাকা ধার চায়। এসময় তাকে টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সে হামলা চালিয়ে আমাকে (মাসুদা), আমার বোন তামান্না আক্তার ও আমার ভাগ্নি রিতা খানমকে পিটিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত আলামিন কবিরাজ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করিনি। ভাবী আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হামলার ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW