শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন পাবনা-৩ আসনের সাবেক এমপি, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম। গতকাল বুধবার, গত মঙ্গলবার ও সোমবার তিনি চাটমোহর পৌরসভাসহ উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া, ছাইকোলা, বিলচলন ইউনিয়ন,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। সাবেক এমপি আনোয়ারুল ইসলাম বিভন্ন পূজামন্ডপে অনুষ্ঠিত একাধিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় বিএনপি নেতা এ্যাড.মজিবর রহমান,আব্দুল মতিন রাজু,আব্দুল কুদ্দুস আলো,আবুল কালাম আজাদ,যুবদল নেতা ফারুক হোসেন,সা। দি-উল-ইসলাম কাফী,স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম,আসাদুজ্জামান লেবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।