সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বলেছেন, একদিন দেশের পুলিশ বাহিনী লন্ডন পুলিশের মতো আধুনিক ও দক্ষ হবে। তিনি বলেন, “আমি সবসময় এই স্বপ্ন দেখি।” নতুন প্রযুক্তি ব্যবহার করে পুলিশি সেবা উন্নত করার লক্ষ্যে সিলেটে এবহরবঅ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে।
১ অক্টোবর বুধবার দুপুরে নিজ কার্যালয়ে অ্যাপটির উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে কমিশনার জানান, এবহরবঅ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজে পুলিশের সহায়তা নিতে পারবে এবং বিভিন্ন জরুরি সেবার সাথে সরাসরি যুক্ত হতে পারবে। ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় এই অ্যাপের কার্যক্রম শুরু হবে এবং এক মাসের মধ্যে সিলেটের সব থানায় এটি সম্প্রসারিত হবে। অ্যাপটি ব্যবহার করে এসওএস বাটন প্রেস করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে।
অ্যাপটি প্লে স্টোর ও আই স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে নাগরিকরা জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শসহ ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য সহজে পাবেন।
সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আধুনিকায়নেও কাজ চলছে, যেখানে পুরো সিলেট শহর সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং এআই ভিত্তিক প্রযুক্তি দিয়ে নজরদারি বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কমিশনার মোবাইল চুরি রোধে পুলিশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের তথ্য দিতে উৎসাহিত করার কথাও জানান। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটের এই নতুন প্রযুক্তি ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নাগরিকদের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠবে এবং অপরাধ দমন ও সুরক্ষা নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।