জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৮:১৪ এএম
জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা

এশিয়া কাপ শেষ হলেও বাংলাদেশ দল দেশে ফেরেনি। কেননা আজ বৃহস্পতিবার থেকেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে। যেখানে প্রথম ম্যাচ জয়ের দিকেই চোখ বাংলাদেশি অলরাউন্ডার সাইফ হাসানের। তার মতে শুরুটা ভালো হলে সিরিজ জেতাও সম্ভব। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘আগে প্রথম ম্যাচ, আমরা যদি এই ম্যাচ ভালো শুরু করতে পারি, ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। সব মিলিয়ে আমাদের মনোযোগ প্রথম ম্যাচে। ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগী হবে। আশা করি আমরা এই সিরিজটা ক্যাশ ইন (নিজেদের আয়ত্তে) করতে পারব।’ আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি এশিয়া কাপে জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। সেই ম্যাচই অনুপ্রেরণা সাইফের, ‘জানি না ওরা (আমাদের সঙ্গে) কয় ম্যাচ জিতছে, বাট আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, নির্দিষ্ট দিনে আমরা যেকোনো টিমকে হারাতে পারি। তাই আমরা আমাদের স্ট্রেংথ আর আমাদের উইকনেস নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ ওটাই আমাদের (জিততে সহায়তা করবে)।’ এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সেরা রানসংগ্রাহক ছিলেন সাইফ। এই সিরিজেও সেই ফর্ম ধরে রাখার পরিকল্পনার পরিকল্পনা এই ব্যটিং অলরাউন্ডারের, ‘আমার কাজ পারফর্ম করা, পারফর্ম করছি। এশিয়া কাপ শেষ, এখন চেষ্টা করব সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করার। সম্পূর্ণ ফোকাস আফগানিস্তান সিরিজের ওপর।’