রাজশাহীর বাঘায় বিএনপি ও ছাত্রদল নেতার পূজা মন্ডব পরিদর্শন করে অনুদান প্রদান করেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় আড়ানী কালিবাড়িসহ উপজেলার বিভিন্ন মন্দিরে বিএনপি ও ছাত্রদল নেতা পূজা মন্ডবের দায়িত্বপ্রাপ্তদের হাতে অনদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাএদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামিম সরকার, উপজেলা মহিল দলের সভানেত্রী শাপলা খাতুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও আড়ানী পৌর বিএনপি নেতা এবং সাবেক ছাত্রদল নেতা মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহন আলী, বিএনপি নেতা, আলতাব হোসেন, মিনাজ উদ্দিন, জিল্লুর রহমান, আলম হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা রকি আহম্মেদ, যুবদল নেতা নাইম উদ্দিন, রাজিব হোসেন, সূর্য হোসেন, জিসাসের সাধারণ সম্পাদক পলাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন, আড়ানী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন, যুগ্ম আহবায়ক হাসিবুল ইসলাম প্রমুখ।
অপর দিকে পৃথকভাবে পূজা মন্ডব পরিদর্শন করে অনুদান প্রদান করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, মালয়েশিয়া মালাক্কা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাতের পক্ষে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন সরকার, আমেরিকা প্রভাসী আমিনুল ইসলাম মিঠুর পিতা অপসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল আহমেদ, জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, আড়ানী পৌর বিএনরি সাবেক সভাপতি তোজাম্মেল হক, আড়ানী পৌরসভাবে সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে পূজা মন্ডব পরিদর্শন করে অনুদান প্রদান করেন।
এছাড়া উপজেলা জামায়াতের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী নেতাকর্মীদের নিয়ে পূজা মন্ডব পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন, বিএনপির নেতারা মন্ডবে এসে আর্থিক সহায়তা দিচ্ছেন। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়াও চাচ্ছেন।