সাতক্ষীরায় পরপর দুই রাতে দুইটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে খোয়া গেছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আড়াই কোটি টাকার মালামাল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১ অক্টোবর) রাতে শহরের মেহেদীবাগ ও উত্তর কাটিয়া এলাকায় এ দুটি চুরির ঘটনা ঘটে।
আরটিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পূজামণ্ডপে ঘুরতে গিয়েছিলেন। রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে ১২টার দিকে ফিরে এসে দেখেন- প্রধান ফটক ও ঘরের তালা ভাঙা। চোরেরা নগদ আট লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সাংবাদিক মহলসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শহরের উত্তর কাটিয়ার স্বর্ণ ব্যবসায়ী পিপি চন্দ্র জুয়েলার্স স্বত্বাধিকারী গৌতম চন্দ্র, তার পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপূজা দেখতে বের হন। রাতে বাড়ি ফিরে তারা দেখেন, মূল ফটক ও গ্রীলের তালা ভাঙা। চারটি ঘরের আলমারি ও লোহার সিন্ধুক ভেঙে দুর্বৃত্তরা ৬৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে। যার বাজারমূল্য এক কোটি ১৮ লাখ টাকা বলে জানা গেছে।
গৌতম চন্দ্রের ছেলে প্রীতম চন্দ্র অভিযোগ করে বলেন, “আমাদের বাড়ি কাটিয়া দুর্গা মন্দিরের কাছেই। ওই মন্দিরে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অথচ সেই সময়েই আমাদের বাড়িতে এমন লুটপাট হলো-এটা দুঃখজনক।”
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, ব্যবসায়ী গৌতম চন্দ্রের স্ত্রী কৃষ্ণা চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, সাংবাদিক ও ব্যবসায়ীর বাড়িতে একই রাতে ভয়াবহ চুরির ঘটনায় সাতক্ষীরা শহরে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।