বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক গত বুধবার রাতে চট্টগ্রামের দক্ষিন হাটহাজারীর শিকারপুর, কুয়াইশ ও বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন । শীলপাড়া পূজা মন্ডপ, পুলিন মাস্টার বাড়ী প্রগতি সংঘ পূজা মন্ডপ, প্রিয় রঞ্জন দাস বাড়ী রামকৃষ্ণ পূজামন্ডপ, বেনী মাধব চন্দের বাড়ী সপ্তমুখী সমাজ কল্যাণ সমিতি পূজা মন্ডপ পরিদর্শকালে শ্রী অরুণ দাশ গুপ্তের পংকজ তালুকদারের সভাপতিত্বে শারদীয়া মন্ডপে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক লায়ন হারুন অর রশীদ চেয়ারম্যান, খোরশেদ আলম চৌধুরী মেম্বার, এম. ইলিয়াছ আলী, এস এম মহিউদ্দিন মাসুদ, মুছা আনছারী, আজগর হোসেন মনু, সৈয়দ তাজুল ইসলাম মেম্বার, এস এম পারভেজ, জাহাঙ্গীর আলম মেম্বার, মোঃ আলী চৌধুরী, মোঃ মজুমদার, মাহফুজুল ইসলাম চৌধুরী টিটু, মোস্তফা মনোয়ার মুন্না, সাইফুল কামাল রুবেল, মোঃ ইউসুফ, শাহজাহান খান, সরওয়ার আলম, সৈয়দ আনোয়ার হোসেন, আইয়ূব আলী, গাজী মিজানুর রহমান, মোঃ আলাউদ্দিন, জেলা ছাত্রদল নেতা রিপাতুল ইসলাম শাওন, মোঃ গিয়াস উদ্দিন, খালেদ মাহমুদ রিজভী, মোঃ ইসমাইল, হেলাল উদ্দিন।
ইউনিয়নের সাধারন সম্পাদক শ্রী জিকু চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রী শ্যামল দাশ গুপ্ত, রাজীব দাশ গুপ্ত, গোপাল শীল, নিতাই শীল, দীপেন শীল, কাজল শীল, তরুন বল, লিংকন দে, গৌরাঙ্গ প্রসাদ বল, রবিন, রাজীব দে, লিটন সেন, নুপুর নাথ।
বিভিন্ন মন্ডপে আলোচনায় এস এম ফজলুল হক বলেন- এ দেশে সকল ধর্মালবম্বী মানুষের সৌহার্দ্য-সম্প্রীতি এবং সামাজিক সম্পর্ক অনন্য দৃষ্টান্ত। ধর্ম যার যার হলেও সামাজিক আচার-আচরণ, মিলবন্ধনে সামাজিক ও দেশের উন্নয়নে সবাই এক ও অভিন্ন। এ দেশের নাগরিক হিসেবে নিরাপদ, ন্যায়-বিচার ও অধিকারের ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদ নেই। এ সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধভাবে সকল ধরণের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সকল সম্প্রদায়ের অধিকার, নিরাপদ ও শান্তি নিশ্চিত করার জন্য জনগণের পাশে অতীতের ন্যায় ভবিষ্যতেও পাশে থাকবে।