সিলেটে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে কিনব্রিজের উত্তরপ্রান্তে চাঁদনীঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। এসময় সুরমার তীরজুড়ে বেজে ওঠে উলুধ্বনি, শঙ্খ, ঢাক-ঢোল ও কাঁসর-ঘণ্টার মনোমুগ্ধকর সুর।
বিজয়া দশমীতে নগরীর বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রাসহ ট্রাকে করে প্রতিমা নিয়ে জড়ো হন পূণ্যার্থীরা। নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়, আর চারপাশ মুখরিত হয়ে ওঠে ‘বলো দুর্গা মাই কি জয়’ শ্লোগানে।
সুরমা পয়েন্ট, সুরমা মার্কেট ও জেলা পরিষদের সামনের অংশে ছিল উপচে পড়া ভিড়। গান-বাজনার পাশাপাশি ঢাক-ঢোলের তালে তালে চলতে থাকে ভক্তদের নাচ। এতে নগরীর বিভিন্ন পয়েন্টে যানজটও দেখা দেয়।
বিসর্জন মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং সুশীল সমাজের সদস্যরা।
এ বছর সিলেট জেলা ও মহানগরে মোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে মহানগরে সার্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি এবং জেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি পূজা অনুষ্ঠিত হয়।
গত ২৮ সেপ্টেম্বর, রোববার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পূজা। সম্পূর্ণ আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও প্রশাসন।