সিলেট শহরে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যার জেলা হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও অবশেষে চালু হতে যাচ্ছে। জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, সব জটিলতা কাটিয়ে আগামী দুই মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু হবে।
২০১৯ সালে আবু সিনা ছাত্রাবাস ভেঙে ঐতিহ্যবাহী স্থাপনাটির জায়গায় এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর হয়। যদিও নাগরিক সমাজ এর বিরোধিতা করেছিল, তবুও ২০২৩ সালে ভবনের নির্মাণ শেষ হয়। তবে স্বাস্থ্য বিভাগ কিংবা মেডিকেল কলেজ-কোনো প্রতিষ্ঠানই এর দায়িত্ব নিতে চায়নি, ফলে হাসপাতালটি পড়ে ছিল কার্যত অচল অবস্থায়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে, যারা হাসপাতালের দায়িত্ব হস্তান্তরসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।
গণপূর্ত বিভাগ জানিয়েছে, ভবনের ভেতরের পরিচ্ছন্নতাসহ কিছু ছোটখাটো কাজ বাকি আছে, যা এক মাসের মধ্যে শেষ হবে। আটতলা ভবনের বেজমেন্টে কার পার্কিং, দ্বিতীয় তলায় আউটডোর, চতুর্থ তলায় আইসিইউ-সিসিইউসহ আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই এ হাসপাতালের দায়িত্ব পেতে পারে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতাল কর্তৃপক্ষ। চালু হলে এটি ওসমানী মেডিকেলে রোগীর চাপ কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।