হাফেজ আবু হানিফকে হত্যার বিচারের দাবিতে মুলাদীতে মানববন্ধন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ০৭:৩৯ পিএম
হাফেজ আবু হানিফকে হত্যার বিচারের দাবিতে মুলাদীতে মানববন্ধন

ঢাকায় শ্বাসরোধে হাফেজ আবু হানিফকে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বরিশালের মুলাদীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট বাজারে এ মানববন্ধন করা হয়। হাফেজ আবু হানিফ (৩০) নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের মৃত হারুন শেখের ছেলে। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে তিনি ঢাকার সাভার থানা এলাকা থেকে নিখোঁজ হন। পরে ওই রাতেই সাভারের একটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

আবু হানিফের ভাই হাফেজ আরিফ হোসেন জানান, পূর্বশত্রুতার জেরধরে তার ভাই আবু হানিফকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা শওকত সিকদার, সহিদুল ইসলাম তালুকদার, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মো. আশরাফুল সিকদার, মো. নাঈম তালুকদার, মো. ইকবাল ব্যাপারী, মো. আবুল বাশার, মো. খবির হাওলাদার, আব্দুস ছত্তার সিকদার, মো. এমদাদুল পাইক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সিকদার, মো. সুমন চৌকিদার, মো. হানিফ দফাদার, আসাদ খান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে