ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে রবি মিয়া (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল আনুমানিক সাড়ে তিনটার উপজেলার পূর্ব গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় জামায়াত নেতা আতিকুর রহমান হিরা।
জানা যায়, বিকাল আনুমানিক সাড়ে ৩ টার সময় জেলে রবি মিয়া নৌকায় চড়ে পাশের বিলে মাছ ধরতে গেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ্যে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সে উপজেলার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের বাইগাটেক নিবাসী আব্দুল খালেক মিয়ার দ্বিতীয় ছেলে। পেশার একজন জেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।