মোল্লাহাটে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন: বিএনপির প্রেসব্রিফিং

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ০৮:০০ পিএম
মোল্লাহাটে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন: বিএনপির প্রেসব্রিফিং

বাগেরহাটের মোল্লাহাটে এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজ কার্যালয়ে প্রেসব্রিফিং করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

প্রেসব্রিফিংয়ে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপে সার্বিক সহযোগিতা করেছেন। ফলে এ বছর দুর্গোৎসব অন্য যেকোনো সময়ের তুলনায় অধিক শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে উদযাপিত হয়েছে।

তিনি বলেন, “পূর্ণ সহযোগিতা দেওয়ার কারণে গত বছরের চেয়ে অধিকসংখ্যক পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হয়েছে। পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক ও পূজারীরা নিজেরাই বলেছেন যে পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল।”

এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছিল যে কেবল আওয়ামী লীগই তাদের স্বার্থ রক্ষা করে। কিন্তু এবারের দুর্গোৎসবের অভিজ্ঞতা প্রমাণ করেছে বিএনপিই ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাপেক্ষা আন্তরিক। ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা মো. শরিফুজ্জামান শিমুল, উদয়পুর ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে