দূর্গোৎসব এর ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ১২:৩১ পিএম
দূর্গোৎসব এর ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু। হিলি বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। তবে পাসপোর্টে যাত্রী পারাপার স্বভাবিক ছিল। 

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান  জানান, শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (২৬সেপ্টেম্বর) থেকে আগামী  শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিল। (৪ অক্টোবর) শনিবার ছুটি শেষে যথারিতী কার্যক্রম আবারও চালু হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোর্ষ্ট ওসি আরিফুল ইসলাম জানান, স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দু”দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে