গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের রায়নন্দা বলদা বাজার সংলগ্ন "রসুলবাগ ইসলামিয়া যুব সংঘের" উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও সকলের সার্বিক কল্যাণ কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার বাদ আছর হতে দীর্ঘ রাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন বয়ান করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর জিডি পাইলট (অব:) গ্রুপ ক্যাপ্টেন (কর্ণেল) মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকার জুরাইনের 'জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা'র প্রিন্সিপাল, সিলেটের কৃতিসন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী দেলোয়ার হোসেন তাহেরপুরী।
রায়নন্দা বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উদ্বোধক ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। প্রধান মেহমান ছিলেন অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ খাইরুল ইসলাম। বিশেষ মেহমান ছিলেন গণপূর্ত বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক মোঃ ওয়াদুদ জামান আকন্দ ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন।
প্রধান বক্তার আগে বয়ান করেন হযরত মাওলানা আব্দুল হক হক্কানী, হযরত মাওলানা মুফতী ইকরাম হুসাইন, হযরত মাওলানা ক্বারী মোঃ হুমায়ূন কবির লতিফপুরী প্রমুখ। রসুলবাগ ইসলামিয়া যুব সংঘের উদ্যোগে মহিলাদের জন্য পর্দার সাথে আলাদা ওয়াজ শোনার ব্যবস্থা ছিল। ওয়াজে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসল্লি শরীক হন।