চাঁদপুরে এসএসসি বাংলাদেশ '৮৮' ব্যাচের বার্ষিক আনন্দ আড্ডা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫১ এএম
চাঁদপুরে এসএসসি বাংলাদেশ '৮৮' ব্যাচের বার্ষিক আনন্দ আড্ডা

বাংলাদেশ '৮৮' বার্ষিক আনন্দ আড্ডা ২০২৪ অনুষ্ঠিত। গতকাল শনিবার ২৮ মে চাঁদপুর রিসোর্টে বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের জাঁকজমক এ আয়োজন করা হয়।

এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা  ৮৮ ব্যাচের সদস্যরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। এ সময় সবার হাসি-আনন্দ, স্মৃতিচারণ ও আড্ডায় মুখর হয়ে ওঠে চাঁদপুর রিসোর্ট  প্রাঙ্গণ।

কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর ছিল স্মৃতিচারণ,প্রশ্ন পর্ব,  ফটোসেশন, আলোচনা। দুপুরে মধ্যাহ্ন ভোজের পরে দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র‍্যাফেল ড্রসহ অন্যান্য পুরস্কার বিতরণ।


অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐশ্বর্য।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত ও ব্যবসায়ী ও সমাজসেবক নাইমা মোশারফ।

বাংলাদেশ ৮৮ ব্যাচ চাঁদপুর জেলা প্যানেলের উপদেষ্টা হাজী মোঃ মোশাররফ হোসাইন বলেন, ‘আমরা ৮৮ বন্ধু সংগঠন বন্ধুদের এবং দেশের মানুষের স্বার্থে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের কাজ অব্যাহত থাকবে।’

 কো অর্ডিনেটর এএইচ এম আহসান উল্লাহ বলেন,এসএসসি ১৯৮৮ ব্যাচ স্বাধীনতার সময় আমাদের জন্ম। এজন্য আমরা এর নাম দিয়েছি বাংলাদেশ ৮৮। বাংলাদেশের বিজয়ী প্রজন্ম।  বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেল পরিচিতি -উপদেষ্টা হাজী মোঃ মোশাররফ হোসাইন,ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান খান, আবিদা সুলতানা রিদোয়ন ,  কো অর্ডিনেটর এ এইচ এম আহসান উল্লাহ,সিনিয়র সহ কোঅর্ডিনেটর এস এম মজিবুল হক রাসেল, সহ কো-অর্ডিনেটর মুক্তা রহমান, খলিলুর রহমান পোকন , নার্গিস সপ্না, সরকার কবির উদ্দিন, নিলুফা আক্তার, আফরোজা পারভীন, সফিউল্লাহ সরকার, হাসিনা বিনতে হোসাইন রানী,মাকসুদুল মাওলা, আনোয়ার হোসেন আনু।

সম্মানিত সদস্য ও বিদ্যালয় প্রতিনিধি -এএনএম রেজাউল হক (হাসান আলী উবি), ফিরোজা পারভিন লিপি (মাতৃপীঠ বালিকা উবি),মোবারক হোসেন সিকদার (গনি মডেল উবি), মাঈনুদ্দিন পারভেজ (ডি এন উবি),খাদিজা পারভিন সিমন(পুরান বাজার বালিকা উবি), সদস্য বদরুদ্দোজা লিটন, ফজলে রাশেদ,মোঃ মেজবাউল কাশেম সুমন, সেলিম রেজা,হরিপদ সাহা (পুরান বাজার মধুসূদন উবি), সোহরাব  হোসাইন (আক্কাস আলী উবি), নাজমা আক্তার (লেডি প্রতিমা উবি), মনির হোসেন (আলামিন একাডেমি), আবুজার গিফারী (আহমদীয়া ফাজিল মাদরাসা), রাবেয়া পারভীন, আব্দুল বারী চৌধুরী মিতু, রেজাউল করিম, ইয়াসমিন আক্তার পারভীন, মোঃ মেহেদী হাসান বিপু,

সহকারী কো-অর্ডিনেটর উপজেলা পর্যায়  - জোসনা আক্তার (হাজিগঞ্জ), তৌহিদুল ইসলাম টিটো (মতলব দক্ষিণ), নুর মোহাম্মদ টিপু (মতলব দক্ষিণ), লিপিকা পাল (হাজিগঞ্জ) নুরুল আমিন (ফরিদগঞ্জ) বিলকিস আক্তার (ফরিদগঞ্জ) মনিরুল ইসলাম মনির (মতলব উত্তর) কবির হোসেন (মতলব উত্তর), মিজানুর রহমান শান্ত (শাহারাস্তি), এডভোকেট সাজ্জাদ হোসেন সোহেল (শাহারাস্তি),মাহবুব রশীদ (কচুয়া) , সমর দাস (কচুয়া), জাহান শরীফ (হাইমচর), ইউসুফ আহমেদ (হাইমচর)। 

আপনার জেলার সংবাদ পড়তে