ম্যানচেস্টার সিটিতে থাকছেন সাভিনিয়ো, ২০৩১ পর্যন্ত নতুন চুক্তি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:২২ পিএম
ম্যানচেস্টার সিটিতে থাকছেন সাভিনিয়ো, ২০৩১ পর্যন্ত নতুন চুক্তি

ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড সাভিনিয়ো ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ইংলিশ ক্লাবটি জানিয়েছে, নতুন এই চুক্তির মাধ্যমে ২০৩১ সাল পর্যন্ত ইতিহাদে থাকছেন তিনি। এর মাধ্যমে টটেনহ্যাম হটস্পারে সম্ভাব্য স্থানান্তর নিয়ে চলা গুঞ্জনেরও অবসান ঘটল।

পেপ গার্দিওলার অধীনে নিজের অবস্থান শক্ত করতে আগ্রহী এই উইঙ্গার মৌসুমের শুরুতে কেবল দুটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন—একটি প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে এবং অন্যটি ইএফএল কাপে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে, যেখানে গোলও করেন তিনি।

চুক্তি নবায়নের পর সাভিনিয়ো ক্লাবের ওয়েবসাইটে বলেন, “ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করতে পারা আমার জীবনের বিশেষ মুহূর্ত। পেপ এবং ক্লাব আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে, তা আমাকে এবং আমার পরিবারকে গর্বিত করেছে। আমি জানি, এখনো শেখার অনেক কিছু বাকি, কিন্তু এই কোচিং স্টাফের অধীনে আমি আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারব।”

তিনি আরও বলেন, “এখানে আসার পর থেকেই সবাই আমাকে স্বাগত জানিয়েছে। ক্লাবের সদস্য থেকে শুরু করে সমর্থক—সবাইয়ের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ক্লাবের সাফল্যের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেব।”

ম্যানচেস্টার সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা সাভিনিয়োর প্রশংসা করে বলেন, “সে এখনো তরুণ, কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করেছে তার সামর্থ্য কতটা। তার স্বাভাবিক প্রতিভা, পরিশ্রম এবং বিনয়—সব মিলিয়ে সে ভবিষ্যতের বড় তারকা হওয়ার যোগ্যতা রাখে। পেপ গার্দিওলার সঙ্গে কাজ করে সে আরও উন্নতি করবে এবং আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।”

বিবিসি জানিয়েছে, সিটির পক্ষ থেকে সাভিনিয়োকে ধরে রাখার জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়, বিশেষত টটেনহ্যামের সঙ্গে সম্ভাব্য স্থানান্তর আলোচনার সময়। এখন নতুন চুক্তির মাধ্যমে সিটি নিশ্চিত করল যে তরুণ এই ব্রাজিলিয়ান আগামী কয়েক মৌসুম তাদের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।