বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্দোগে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় বরগুনায় চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে। বরগুনা সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে গত ৩০ অক্টোবর প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন বরগুনা উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন ও বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি ও জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম এর সভাপতি হাফিজুর রহমান, বিচারক হিসেবে বক্তব্য রাখেন বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক তারিক বিন আনসারী সুমন জেলা শিল্প কলা একাডেমির চারুকলা প্রশিক্ষক চিত্রশিল্পী তওফিক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক, ভ্রাম্যমাণ বইমেলা জান্নাতুল নাইম। ভ্রাম্যমাণ এ বইমেলায় অংশ নেয় বরগুনার অক্ষর পাঠাগার। মেলার বিভিন্ন স্টলে ১০০০ বই প্রদর্শন করা হয়েছে।