পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পাথরঘাটার মানববন্ধনে অংশগ্রহন করেছেন সকলস্তরের মানুষ। শনিবার (৪ অক্টোবর) ১০টার সময় পাথরঘাটা পৌরশহরের গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী মো.ফারুক,বদিউজ্জামান সাহেদ ,পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিকদার এসমে,পাথরঘাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ও মেশিনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে সহ আরও অনেকে।
এসময় বক্তব্যরা বলেন, পল্লী বিদ্যুতের দীর্ঘদিনধরে ঘন ঘন লোডশেডিং সহ্য করতে না পেরে অতিষ্টহয়ে সাধারন মানুষ রাস্তায় নেমে এসেছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া সহ নানা ধরনের চার্জ দেখিয়ে পল্লী বিদ্যুৎ সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। অতিরিক্ত লোডশেডিং এর ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল বয়সি শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অতিদ্রুত এর সমাধান না হলে আন্দোলন গড়ে তোলা হবে। পাথরঘাটা থেকে পল্লী বিদ্যুৎ হটিয়ে পিডিপির মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহর দাবি জানান বক্তারা।