সিলেটে আ’লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৭:০৮ পিএম
সিলেটে আ’লীগ নেতা গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি “সাদাপাথর লুটকাণ্ডে”৪২ জন রাজনৈতিক নেতাকর্মীর তালিকায় তার নাম সহ স্থানীয় আলোচনায় তিনি কোম্পানীগঞ্জে পাথর ও বালু লুট, অবৈধ খনন ও দখল কার্যক্রমসহ উচ্চ প্রভাবশালী ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো. রতন শেখ। কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। 

ওসি রতন শেখ জানিয়েছেন গ্রেপ্তার আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করছি। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আবদুল ওয়াদুদ আলফুর বিরুদ্ধে যত অভিযোগ:

অভিযোগগুলোর মধ্যে রয়েছে টোল আদায় অফিস ভাঙচুর ও ক্যাশবক্স লুটের অভিযোগ (কালাসাদক এলাকায়, ২০২১ সালে) যেখানে অভিযোগ করা হয় যে ৩০-৪০ জন হাতে অস্ত্র নিয়ে এসে অফিসে ভাঙচুর চালায় ও চাঁদা দাবি করে, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে এবং নিজেই কয়েক পক্ষের মধ্যে টাকা লেনদেনের কারণ হিসেবে এতে জড়িত থাকার কথা বলে স্বীকার করেন; ২০১৮ সালে সিলেটে একটি সংঘর্ষ মামলায় তার নাম “মূল অভিযুক্ত”হিসেবে উল্লেখ করা হয় যেখানে দুই জন নিহত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে