সিলেট নগরের যানজট নিরসনে ২৭ দফা প্রস্তাব এনসিপির

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ৪ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ পিএম | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ পিএম
সিলেট নগরের যানজট নিরসনে ২৭ দফা প্রস্তাব এনসিপির

সিলেট নগরের যানজট সমস্যা সমাধানে ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শনিবার (৪ অক্টোবর) নগরীর অভিজাত হেটেলের হলরুমে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জনাব এহতেশাম হক।

প্রস্তাবে বলা হয়, সরকার "বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫" প্রণয়নের আগে সকল স্টেকহোল্ডারের মতামত গ্রহণ করুক। অটোরিকশা-জনিত দুর্ঘটনার কারণ, সিএনজি ও অন্যান্য যানবাহনের ভূমিকা জনগণের সামনে উপস্থাপন করার আহ্বান জানায় এনসিপি।

প্রস্তাবনায় আরও রয়েছে: যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড ও চার্জিং স্টেশন স্থাপন, ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চালু, হাসান মার্কেট ও হকার ব্যবস্থাপনা, সড়ক প্রশস্তকরণ, আলাদা লেন নির্ধারণ এবং অপ্রাপ্তবয়স্ক চালক সনাক্তকরণ।

এছাড়া পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সচেতনতা বৃদ্ধির কথাও বলা হয়। এনসিপি দাবি করে, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে সিলেটের যানজট সমস্যার টেকসই সমাধান সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে