সিলেট নগরের যানজট সমস্যা সমাধানে ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শনিবার (৪ অক্টোবর) নগরীর অভিজাত হেটেলের হলরুমে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জনাব এহতেশাম হক।
প্রস্তাবে বলা হয়, সরকার "বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫" প্রণয়নের আগে সকল স্টেকহোল্ডারের মতামত গ্রহণ করুক। অটোরিকশা-জনিত দুর্ঘটনার কারণ, সিএনজি ও অন্যান্য যানবাহনের ভূমিকা জনগণের সামনে উপস্থাপন করার আহ্বান জানায় এনসিপি।
প্রস্তাবনায় আরও রয়েছে: যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড ও চার্জিং স্টেশন স্থাপন, ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চালু, হাসান মার্কেট ও হকার ব্যবস্থাপনা, সড়ক প্রশস্তকরণ, আলাদা লেন নির্ধারণ এবং অপ্রাপ্তবয়স্ক চালক সনাক্তকরণ।
এছাড়া পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সচেতনতা বৃদ্ধির কথাও বলা হয়। এনসিপি দাবি করে, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে সিলেটের যানজট সমস্যার টেকসই সমাধান সম্ভব।