মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে শুক্রবার বিকালে পাইকগাছায় কপিলমুনি প্রতাপকাটি মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাইক্লোন সেন্টারে মোঃ ওবায়দুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাংবাদিক স ম নজরুল ইসলাম।। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, নিজেদেরকে আগে সঠিকভাবে পরিচালিত করতে হবে, একই সাথে সন্তানরা কি করছে, কোথায় যায় নজরদারি বাড়াতে হবে। গাঁজা ও ইয়াবা নিরাপদ রুট প্রতাপকাটি মাদকে ভাসছে। সকলে এক্যবদ্ধা ভাবে মাদকমুক্ত করার আশাবাদ ব্যাক্ত করেন। আরও বক্তব্য রাখেন প্রভাষক মোসলেম শেখ ও মোঃ হামিদ গাজী। উপস্থিত ছিলেন এম কামরুল ইসলাম, মোঃ মামুন গাজী ও রুস্তম আলী পাড় প্রমুখ। বক্তারা বলেন, তালতলা-চিনিমলা-ভৈরবঘাটা, আগড়ঘাটা ও মামুদকাটি, তালার সাজাতপুর মাদক কারবারিদের নিরাপদ রুট। নিজ নিজ অবস্থান থেকে মাদক কারবারী, সেবনকারী১দের কঠোরভাবে দমন করতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন। কোনো ছাড় দেয়া হবে না।