সেনবাগে স্ট্রোক করে কনস্টেবলের মৃত্যু

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৮:৩১ পিএম
সেনবাগে স্ট্রোক করে কনস্টেবলের মৃত্যু

স্ট্রোক করে সেনবাগ থানার কর্মরত মোহন মজুমদার (৩৫) নামের এক কনস্টেবল মুত্যু বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তার বাড়ি কুমিল্লার লালমাই থানার বাঘমারা উপজেলার উত্তর দৌলতপুর গ্রামে। সে ওই মৃত লিয়াকত আলী মজুমদারের ছেলে।

শুক্রবার দিবাশনিবার রাতে সে রাত্র কালিন ডিউটি করে এসে থানা সমজিদে ফজরের নামাজ আদায় শেষে থানার ব্যারাকে ঘুমিয়ে পড়ে। এরপর শনিবার  দুপুরে খাবারের জন্য সহকর্মীরা ডাকাডাকি করে। কিন্তু এতে সে সাড়া না দিলে শরীর ধরে নাড়াচাড়া করে দেখেন তার মৃতদেহ। এর পর তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  তার নাক দিয়ে ক্ত বের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল)একেএম ইমরান হাসান খান। খবর পেয়ে কুমিল্লার লালমাই থেকে পরিবারের সদস্যরা এসে লাশ দাফনের গ্রামের বাড়িতে নিযে যান। এরআগে সেনবাগ থানার সামনে প্রথম জাযনাজা অনুষ্টিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে