কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরে মৎস আরতে অভিযান চালিয়ে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার নেতৃত্বে কালিয়াকৈর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের কর্মকর্তা মোসলেহউদ্দিন আহমেদ ও আশানন্দ বিশ্বাস। জব্দ ইলিশ পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজের উপস্থিতিতে ৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। উপজেলা মৎস কর্মকর্তা নাজমুল হুদা জানান, ৪অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা,ক্রয় বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্য করে ছোটন মিয়ার আরতে ইলিশ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ জব্দ করেছি।ইলিশ সম্পদ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।