সুফিয়া-মান্নান আদর্শ নূরানী হিফজুল কুরআন মাদরাসার ওয়াজ মাহফিল

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:২১ এএম
সুফিয়া-মান্নান আদর্শ নূরানী হিফজুল কুরআন মাদরাসার ওয়াজ মাহফিল

কিশোরগঞ্জে সুফিয়া-মান্নান শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত  সুফিয়া-মান্নান আদর্শ নূরানী হিফজুল কুরআন মাদরাসার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল  সম্পন্ন হয়েছে।

শুক্রবার  জেলা সদরের বিন্নাটী ইউনিয়নের কামালিয়ারচর এলাকায় মাদরাসা মাঠে আয়োজিত  মহফিলে সভাপতিত্ব করেন মাও আলাউদ্দিন। সহসভাপতি ছিলেন মাও রইছ উদ্দিন। প্রধান মেহমান ছিলেন পীরে কামেল মাও মুফতি খলীলুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ লেখক ও গবেষক হযরত মাওলানা ডক্টর মুহাম্মদ কামরুল হাসান। বিশেষ আকর্ষন ছিলেন মাও মুফতি জাহাঙ্গীর হোসাইন আব্বাদী।

বিশেষ আলোচক ছিলেন মাও মুহাম্মদ কামাল উদ্দীন। আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে ওয়াজ ফরমান  মাও কবির আহমেদ, মাও জাহাঙ্গীর হোসাইন, মাও সাইফুল ইসলাম, মাও ফজলুর রহমান, মাও ওলীউল্লাহ এমদাদ,মাও রেদোয়ান আহমেদ।  মাদরাসার পরিচালক মাও হুমায়ুন কবির মিল্লাতীর পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আফতাব উদ্দিন গোলাপ,সাধারণ সম্পাদক আব্দুল কাদির,মাদরাসার নির্বাহী পরিচালক মুবারক হোসেন সুমন প্রমুখ। প্রসঙ্গত মরহুম আব্দল মান্নন মাষ্টারের প্রথম মৃত্যু বার্ষিকীতে পিতার নামে প্রতিষ্ঠিত করেন এই গণ পাঠাগারটির নির্বাহী পরিচালক মোঃ মোবারক হোসেন সুমন। এছাড়াও তিনি বিভিন্ন ইসলামি শিক্ষা কেন্দ্র ও সমাজসেবামুলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সুনাম কুড়িয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে