কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলাসহ সারাদেশে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবীতে তারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে আছেন। বাংলাদেশ সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ “সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচী” (ইপিআই)সহ তৃণমুল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং ও ১৪ তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা দাবিতে মহাপরিচালকের বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। এরই অংশ হিসেবে শনিবার থেকে বাজিতপুর উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে কর্মবিরতি চলছে। তাদের দাবি সমূহ হলো, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। বিগত কয়েকটি আন্দোলনে সরকারগুলো আশ্বাস দিলেও বাস্তবে তা রূপদান করে নি। এরই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় বাস্তবায়ন সমন্বয় পরিষদের আলোচনা সভায় ৬৪টি জেলায় কর্মবিরতি ঘোষনা দেন এবং সেটি শনিবার থেকে কর্মবিরতি পালিত হয়ে আসছে। এ সময় বক্তব্য রাখেন বাজিতপুর হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবব্রত বিশ্বাস তনয়, জেলা এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন প্রমূখ।