মণিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সভা ও র‍্যালি

এফএনএস (জি এম ফারুক আলম, মণিরামর, যশোর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৩:৫১ পিএম
মণিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সভা ও র‍্যালি

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। উপজেলা শিক্ষক উদযাপন কমিটির আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু মুত্তালিব আলম, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তছির উদ্দিন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিমুনর রহমান, প্রভাষক মোঃ মহিবুল্লাহ, প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, মাকসুদুর রহমান, সহকারি শিক্ষক বিপ্লব কুমার দে প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদ হোসেন। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে