শৈলকূপায় আহত দুলাভাইকে দেখতে এসে শ্যালকের মৃত্যু

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৩:৫৮ পিএম
শৈলকূপায় আহত দুলাভাইকে দেখতে এসে শ্যালকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দুলাভাইকে দেখতে এসে পানিতে ডুবে শ্যালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পুরাতন বাখরবা  গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার  কুষ্টিয়া জেলার জগতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে  সৌয়দ আলী( ৮) শৈলকুপা উপজেলার পুরাতন বাখরবা গ্রামের   তার দুলাভাই বাবু নামের এক ব্যাক্তি মটরসাইকেলে এক্সিডেন্ট করে আহত হয়ে অসুস্থ থাকায় তাকে দেখতে এসেছিল।রবিবার দুপুরে  পুকুরের পাশে খেলনা বাঁশি নিয়ে  খেলা করা অবস্থায় বাঁশিটি হঠাৎ  পানিতে পড়ে যায়।খেলনা বাঁশি পুকুরের  পানিতে তুলতে গিয়ে সে ডুবে মারা যায়। এ ব্যাপারে প্রতিবেশী উজ্জ্বল হোসেন জানান আহত দুলাভাইকে দেখতে এসে পড়ে যাওয়া  খেলনা বাঁশি পুকুরের পানিতে তুলতে গিয়ে ডুবে মারা যায়। এ ব্যাপারে শৈলকূপা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান পুরাতন বাখরবা গ্রামে পানিতে ডুবে সৈয়দ নামের একটি শিশুর  মৃত্যু হয়েছে বলে শুনেছি। 

আপনার জেলার সংবাদ পড়তে