৭৯৩ পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি: চক্রান্তের অনুসন্ধান চলছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৪:১২ পিএম
৭৯৩ পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি: চক্রান্তের অনুসন্ধান চলছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে মোট ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, ঘটনাগুলোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন, “অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনাগুলোর সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তের কাজ চলছে। প্রতিটি ক্ষেত্রেই জিডি করা হয়েছে। তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এমনকি কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। দেশের জনগণ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি এবং পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে একই চক্রের মদদ রয়েছে, যা ইতিমধ্যেই প্রতীয়মান হয়েছে। এসব ঘটনার মাধ্যমে তারা দেশের স্থিতিশীল পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করেছিল।”

ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজামণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুর তৈরি করার ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী দেশে প্রতিমা তৈরির সময় আমাদের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে খবর এসেছে, তার সঙ্গেই এখানে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনার যোগসূত্র পাওয়া যাচ্ছে।”

তিনি দাবি করেন, গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি, দুর্গাপূজা কমিটিগুলোর সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপে কুচক্রীদের এ চক্রান্ত ব্যর্থ হয়েছে। উপদেষ্টা বলেন, “যারা বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন ঘটানোর চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপন সম্ভব হয়েছে বলেই আমরা গর্বিত।”

এ সময় তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগের ঘটনায় যে অস্থিরতা তৈরি হয়েছিল, তারও কোনো চিকিৎসা–সংক্রান্ত আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে পার্বত্য জেলায় ১৪৪ ধারা ও অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পবিত্র কোরআন অবমাননার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ঘটনায়ও অনুসন্ধান চলছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদ্‌যাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে