হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ তোফাজ্জ্বল হোসেন ছুরক মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজারের মৃত আবু শ্যামার ছেলে। শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর গোলাম মোস্তফা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান সে সাবেক বিমান পরিবহস ও পর্যটন প্রতিমন্ত্রীএড.মাহবুব আলীর ঘনিষ্ট সহচর হিসাবে এলাকায় মাদক, চুরি-ডাকাতিসহ নানা কর্মকান্ডের শেল্টার দাতা এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা, মারধোর, ভাংচুর ্এবং অগ্নিসংযোগের সঙ্গে সরাসরি জড়িত ছিল। থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী মামলায় রোববার সকালে থাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।