সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫০ পিএম
সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৩ হাজার কোটি টাকা

সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২.৬৮ বিলিয়ন ডলার (২৬৮ কোটি ৫৮ লাখ ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা হিসেবে পরিগণিত হয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে বলা হয়েছে, সেপ্টেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার, আর বিদেশি ব্যাংক থেকে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার। তবে এই সময়ে সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে কিছু রাষ্ট্রীয় ব্যাংক যেমন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি ব্যাংক হিসেবে আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংক হিসেবে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা। এ হিসেব থেকে দেখা যায়, সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় সামান্য বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহের প্রধান উৎস হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকগুলো মাধ্যমে রেমিট্যান্সের সামঞ্জস্যপূর্ণ প্রবাহ নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপরও নির্ভরশীল।

আপনার জেলার সংবাদ পড়তে