পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও সভা

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ পিএম
পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও সভা

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। গতকাল রোববার দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: জিল্লুর রহমান।

উপজেলা স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সামছুদ্দোহা চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, চৌধুরানী ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোখলেছুর রহমান, পীরগাছা জেএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা রায়, নাছু মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস নিগার। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে