কুলিয়ারচরে মানিকদি ব্রিজের এপাশে ওপাশে ষ্টীলবডি নৌকায় বালি আনলোড

এফএনএস (মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪৬ পিএম
কুলিয়ারচরে মানিকদি ব্রিজের এপাশে ওপাশে ষ্টীলবডি নৌকায় বালি আনলোড

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাটি পৌরসভা সহ ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে প্রায় আড়াই লাখ লোকের বসবাস। পৌর ভূমি অফিসের ৫০ গজ দূরে মানিকদি ব্রিজের এপাশে এবং ওপাশে গত কয়েক বছর ধরে বালি খেকোরা ষ্টীলবডি নৌকা দিয়ে বালি আনলোড করছে। একই সঙ্গে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলের পরিচয় দিয়ে ব্যবসা করে আসছে গত কয়েক বছর ধরে। অথচ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন এদিকে কোন নজর না দেওয়ার কারণে পৌর বাসীর মধ্যে ধুম্রজালের সৃষ্টি হচ্ছে। এই বালিগুলো বিভিন্ন ট্রাক দিয়ে কুলিয়ারচর পৌরসভার একমাত্র রাস্তা দিয়ে ট্রাকগুলোর মধ্যে কোনো কাপড় না দেওয়ার কারণে এ পৌরসভাটি ধুলির শহর হিসেবে পরিগণিত হয়েছে। এর ফলে এ ধুলোবালিতে যেমন শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তেমনি ভাবে যুবক ও বৃদ্ধ লোকজন শ্বাস কষ্ট জনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। অন্যদিকে মানিকদি ব্রিজের এপাশ ও ওপাশে বালি আনলোড করার কারণে ব্রিজটি হুমকির সম্মুখীন হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বিষয়টি নজর দিবেন বলে এলাকাবাসীর দাবী। 

আপনার জেলার সংবাদ পড়তে