চাঁদপুরের পদ্মা - মেঘনায় টানা ২২ দিনের মা' ইলিশ সংরক্ষণ অভিযানের ২য় দিনে রোববার চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়নের অন্তর্ভুক্ত হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
সকাল ৮ টায় মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে নদীর তীরেই স্থানীয়দের উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় - অভিযানে নেতৃত্ব দেন হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম। তিনি বলেন- সরকার ঘোষিত মা' ইলিশ ধরা নিষিদ্ধের কার্যক্রম পালন করে যাচ্ছি। নদীতে কোন প্রকার জাল পাতানো অবস্থায় যদি কোন জেলেদের কে দেখা যায় তাদের কে মৎস্য আইনের যে শাস্তি সেটাই আমরা দিবো। যাতে করে কোন জেলে নদীতে ইলিশ শিকার করতে না পারে। উপস্থিত ছিলেন - এস আই সেলিম রেজা, এএস মআই নূর উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স।